BMBF News

দশমিনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার নিবারণ কবিরাজ বাড়ির দিঘিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হলো শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১.৩০ মিনিটের সময় উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই লোকজ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। তিনি বলেন, “শত বছরের ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ আমাদের নদীমাতৃক দেশের লোকজ সংস্কৃতির অনন্য অংশ। পূজা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসনের এই সম্মিলিত উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শুভময় রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাসান মামুন, দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল আলীম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম শানু,যুবদলের সদস্য সচিব শামীম খান, কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান মনির, শ্রমিক দলের সভাপতি অলিউল ইসলাম এবং সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি আবুল বশার আহম্মেদসহ প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। শুধু দশমিনার স্থানীয় জনগণই নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও হাজারো দর্শনার্থী সমবেত হন এই মনোমুগ্ধকর প্রতিযোগিতা উপভোগ করতে।

এবারের আয়োজনে মোট ৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। উত্তেজনাপূর্ণ এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দল পুরস্কার হিসেবে পেয়েছে একটি ফ্রিজ। দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছে ২৪ ইঞ্চি এলইডি টিভি। এছাড়া বাকি প্রতিযোগীদের দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

এই আয়োজন শুধু বিনোদনই নয়, বরং ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন আয়োজক ও স্থানীয়রা।