রাকিবুজ্জামান দশমিনা পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনায় বাঁশবাড়িয়া ইউনিয়নের গণঅধিকারের পরিষদের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বাঁশবাড়িয়া ইউনিয়ন গনঅধিকার পরিষদের আহবায়ক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ ইমরান হাওলাদার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
ও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন
মিজানুর রহমান হাওলাদার ।
পথসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন আলতাফ হোসেন আকন সাবেক ২ বারের সফল চেয়ারম্যান বাঁশবাড়িয়া ইউনিয়নের পরিষদের ।
প্রধান অতিথি নুরুল হক নুর বলেন, অনেকে বলে ভাই আপনার মিছিলে আসলে আমাদের হাত-পা কেটে দেবে, আমাদেরকে চাল দিবেনা, আমাদের হয়রানি করবে, আমি বলি আপনি গণধিকার পরিষদে সম্পৃক্ত হওয়ার পরে যদি কারো কোন ক্ষতি হয় আমি আপনাদের পাশে আছি ও আমার গণধিকার পরিষদের সকল নেতা কর্মীরা আপনার সাথে আছে।
দশমিনা-গলাচিপার চরাঞ্চলে রাজনৈতিক ছত্রছায়ায় কিছু মহল আওয়ামী লীগ ট্যাগ ব্যবহার করে সাধারণ মানুষকে মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন ভিপি নুর। তিনি স্থানীয় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
ভিপি নুর আরো বলেন,আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই।
এ পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকারের পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন ও সদস্য সচিব মিলন মাতব্বর, আব্দুস সালাম ।
যুব অধিকার পরিষদের আহ্বায়ক কে এম ইমরান শাহীন, রফিক মহলাদার, শহিদুল ইসলাম, ফিরোজ হোসেন ,
ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুদুর রহমান ও দপ্তর সম্পাদক মোঃ হাসান মাহামুদ।
আরো উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়নের যুব অধিকার পরিষদের আহ্বায়ক মজিবর মল্লিক ও সদস্য সচিব মোঃ মিরাজ খান।
শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মাহবুব
হাওলাদারসহ গনঅধিকার পরিষদের সহযোগী সকল সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় জনতার বিপুল উপস্থিতিতে পুরো পথসভা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।