BMBF News

দুমকিতে  আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ছাত্রদলের মানববন্ধন 

কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :

 

 ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকারের ঘটনার যথাযথ বিচারের দাবিতে পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রদল ও সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়েছে।

মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার নতুন বাজার এলাকায় প্রেসক্লাব দুমকির সামনে লেবুখালী বাউফল মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন দুমকি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সরোয়ার, যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান রিয়াজ, সদস্য সচিব মোঃ সুমন শরীফ, সরকারি জনতা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম সাঈদ প্রমুখ।
বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকারের ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে অচিরেই তাদের সকল কর্মকান্ডের বিচারের দাবি রাখেন।