মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষাবিদ, গুণীজন, স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৯ মার্চ) বিকাল ৪টায় দুমকি নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাফেজ মাও, নুর মোহাম্মদ ফরাজি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাও, মুফতি হাবিবুর রহমান খান, প্রভাষক আর আই এম অহিদুজ্জামান, হাফেজ মাও, আবদুল কুদ্দুস
মাও, রবিউল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলার সভাপতি মাও, মাহবুবুর রহমান, মাও আবদুর রব, মাও, জসীম উদ্দিন, প্রেসক্লাব দুমকি’র সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, উপজেলা ছাত্র আন্দোলনের সেক্রেটারী কে এম নাসিম আহমেদ, পবিপ্রবি ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ মহিবুল্লাহ হাং প্রমুখ।
এছাড়াও সাংবাদিক, গুণীজন, ব্যাবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।