BMBF News

দুমকিতে এবি পার্টির মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :

 

 

পটুয়াখালীর দুমকিতে হাজির হাট এলাকায় আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  বিকাল ৪টায় দুমকি উপজেলাধীন পাংগাশিয়া ইউনিয়নের হাজির হাটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোক্তার হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, সহকারী সদস্য মোঃ মাসুদুর রহমান ও মুশফিকুর রহমান মনির।
প্রধান অতিথি বক্তব্যে প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন ২৪ এর ৫আগষ্ট শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, এখন আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। আপনাদের কাছে যারা ভোট চাইতে আসবে তাদেরকে প্রশ্ন করে জেনে নিবেন তার ইনকাম সোর্স কি? কোটি কোটি টাকা নির্বাচনে ব্যায় করতেছেন এর উৎস কি? এতটুকু উত্তর পাওয়ার অধিকার আপনাদের আছে। এর সঠিক উত্তর পেলেই আপনারা বুজতে পারবেন তিনি ভোট পাওয়ার যোগ্য কি না?
এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য মোঃ রেজাউল করিম, আবু হানিফ জয়, মোঃ জাকির হোসেন, মোঃ বায়েজিদ আরেফিন সহ স্থানীয় শতাধীক কর্মী সমার্থক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।