কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে কিশোরগ্যাং এর আধিপত্য বিস্তার ও দ্বন্দের জের ধরে প্রতিপক্ষের আবদুল কাদের (১৯) নামের এক কিশোরকে কুপিয়ে জখম করেছে অপর গ্রুপের বখাটেরা।
গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন সড়কে এ সহিংসতার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের সন্তোষদি গ্রামের হাসিব ও সিয়াম গ্রুপের সাথে পার্শ্ববর্তী শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বেলাল-শান্ত গ্রুপের সাথে পূর্ববিরোধ রয়েছে। ঘটনার সময় বেলাল, শান্ত গ্রুপের সহযোগি চরবয়েড়া গ্রামের হোচেন মৃধার ছেলে কিশোর আ: কাদেরকে বোর্ড অফিস ব্রিজ এলাকায় গেলে প্রতিপক্ষ গ্রুপের হাসিব ও সিয়ামের নেতৃত্বে ৫/৬কিশোর চাকু, খুড়, চাপাতি নিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আহতের মা সেলিনা বেগম অভিযুক্ত হাসিব, সিয়ামসহ ৬জনকে আসামি করে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন।
বোর্ড অফিস ব্রিজ এলাকার কয়েকজন ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে জানান, চরবয়েড়ার তালতলি বাজার ও মুরাদিয়ার বোর্ড অফিস বাজারের ওই দু‘কিশোর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের প্রকট দ্বন্দ আছে। এর আগেও বিভিন্ন ইস্যুতে দু‘গ্রুপের মধ্যে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটেছে।এসব গ্রুপের অধিকাংশ কিশোরদের বিরুদ্ধে নেশাসক্তিসহ নানা অপরাধকর্মে জড়িতের অভিযোগ আছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।