BMBF News

দুমকিতে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :

 

পটুয়াখালী জেলার দুমকিতে  উপজেলার ৩০টা প্রতিষ্ঠান থেকে ৪র্থ থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের অংশগ্রহনে কিশোরকন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

সকাল ৯ টায়  দুমকি নাসিমা কেরামত আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও দুমকি আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় অনুষ্ঠিত এ মেধা বৃত্তি পরীক্ষায় ৪৯০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।
দুমকি উপজেলা কিশোরকন্ঠের পরিচালক মাসুদ রানা প্রতিবেদক কে জানান শিক্ষার্থীদের মাদক,  ইভটিজিং, অনলাইন গেইমস থেকে মুক্ত রেখে পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে মেধা যাচাই করে বৃত্তি প্রদান করার লক্ষ্যে কিশোরকন্ঠ এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। নিজ ক্লাসের পাঠ্য বইয়ের নির্দিষ্ট সিলেবাসে থেকে বাংলা,ইংরেজি, গনিত,সাধারণ জ্ঞান বিষয় থেকে মোট ২০০ নম্বরে পরিক্ষা নেওয়া হয়েছে। প্রতি শ্রেনীতে কম পক্ষে ১০জন কে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হইবে। অংশগ্রহনকারী সকল পরীক্ষার্থীদের মধ্যে যিনি  সর্বোচ্চ নম্বর পেয়ে মেধা তালিকায় ১ম স্থান দখল করবে তাকে একটি ল্যাপটপ দেওয়া হইবে।