কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে প্রোগ্রাম অন এগ্রিকালচার এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের অধিনে “কৃষক GAP সার্টিফিকেশন ” প্রশিক্ষন দেওয়া হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করা ৫০জন কৃষককে ১দিনের এই প্রশিক্ষনে নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য বিভিন্ন নিয়ম নীতিমালা গুলো তুলে ধরেন দুমকি উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ইসমিতা আক্তার সোনিয়া। পার্টনার প্রকল্পের বরিশাল বিভাগ সিনিয়র প্রোগ্রামার ফাহিমা হক।
প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক।