BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে গাঁজাসহ আটক ২

মেহেদী হাসান, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকীতে গাঁজাসহ মোঃ রবিউল (৩০) ও রুবেল মীরা (২৬)কে গাঁজাসহ আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জলিশা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই দেলোয়ার হোসেন ও এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুত্রে জানাগেছে, বিক্রির সময় জলিশা থেকে ১’শ গ্রাম গাঁজাসহ মোঃ রবিউল পিতা শাহজাহান সিকদার এবং অপর এক অভিযানে একই গ্রামের রুবেল মীরা পিতা মোঃ মুনসুর আলী মীরাকে দেড়’শ গ্রাম গাঁজাসহ আটক করে।
দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, এ ব্যাপারে পৃথক ২টি মামলা হয়েছে।

Pearl IT
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স ডিজাইন
কন্টেন্ট পাবলিশিং
এসইও সার্ভিস
অর্ডার করুন »