কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
” আমি কণ্যা শিশু,স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর দুমকিতে জাতীয় কণ্যা শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা অডিটেরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, দুমকি সরকারী জনতা কলেজ এর সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খলিলুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. সাইফুল আলম মৃর্ধা, সরকারী জনতা কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃর্ষি কর্মকর্তা মোশারেফ হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, দুমকি প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির, বাংলাদেশ জামায়াত ইসলামী দুমকি বন্দর শাখার সভাপতি আবদুস সালাম। ব্রাক এর জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রীরামপুর মহিলা দলের সভানেত্রী নাসিমা আক্তার ডলি, ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রকৌশলী নীপা বেগম, পল্লী সঞ্চায়ক ব্যাংকের ব্যবস্থাপক আল আমিন, ছাত্র প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলাম লেবুখালী ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ শামিম আহমেদ সহ শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।