BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ডাকাতিকালে আটক ১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দুমকিতে ডাকাতিকালে সুমন (৩৫) নামে এক ডাকাতকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কালভার্ট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা যায়,রবিবার দিবাগত রাত আনুমানিক ২.৩০ মিনিটের সময় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী কালভার্ট এলাকার রুহুল আমিন শরীফের বসতঘরের জানালার গ্রীল কেটে ৫ জন ডাকাত ঘরে ঢুকে সবাইকে অস্র দিয়ে জিম্মি করে টাকা পয়সা ও স্বর্নালংকার সব দিতে বলে। পরে রুহুল আমিন শরীফের স্ত্রী হোসনে আরা বেগম গহনা দিতে না চাইলে ডাকাতের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন।
একপর্যায়ে সবাই চিৎকার শুরু করলে   ডাকাতদল পালাতে চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেলে সুমন নামে এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত সুমন বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে।
দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, আটককৃত সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »