মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে বিএনপি’র অফিস ভাঙচুর মামলায় আ’লীগ নেতা মোঃ আমির হোসেন হাওলাদার ও যুবলীগ নেতা মোঃ মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৯ জুলাই) দুপুর ১২টায় মুরাদিয়া বোর্ড অফিস বাজার থেকে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের এটিএম সিদ্দিকুর রহমানের ছেলে ও মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান এবং শুক্রবার সন্ধ্যায় নলদোয়ানি থেকে পাঙ্গাশিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে ও ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি মোঃ আমির হোসেন হাওলাদারকে পৃথক পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করে দুমকি থানার পুলিশ।
প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর সহ বিএনপি নেতাকর্মীদের ওপর আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের পরে ৭ নভেম্বর মুরাদিয়ার বাসিন্দা ও সাবেক কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোর্তজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।