BMBF News

দুমকিতে দক্ষিণ মুরাদিয়া ৪নং ওয়ার্ডে প্যানেল চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে জনদুর্ভোগ, হুমকি-ধামকিতে উত্তেজনা

১৬৩
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক প্যানেল চেয়ারম্যানকে ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

 

স্থানীয়রা জানান, আইডি নম্বর ৫৭৮৯৬৪০৬৭ প্রকল্পের আওতায় ২ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দে রাস্তার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ছয় মাস আগে বরাদ্দের টাকা উত্তোলন করা হলেও কাজ সম্পূর্ণ হয়নি। ফলে আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত সাধারণ মানুষকে কাদা ভেঙে চলাচল করতে হচ্ছে।

এমন অনিয়ম নতুন নয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এর আগে কাবিখার টাকার অনিয়ম ও আত্মসাতের ঘটনায় ২০২৩ সালের ২০ আগস্ট ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় ধান গাছ রোপণ করে প্রতিবাদ জানায়, যা জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার বিষয়টি অবহিত করা হলেও এখনো কাজ শেষ হয়নি। বরং অসমাপ্ত রাস্তার পূরণো ইট ওই চেয়ারম্যানের বাড়িতে নিতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মুন্না জহির বলেন,
“রাস্তার টাকা তুলে কাজ না করায় জনগণকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এর আগেও তিনি রাস্তার ইট বাড়িতে নিয়ে গেছেন—এ নিয়ে জাতীয় দৈনিক ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে তুললে চেয়ারম্যান তার মৃত বাবাকে নিয়ে কটূক্তি করেন এবং বিভিন্ন হুমকি-ধামকি দেন। এ সময় তীব্র বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। পরে উল্টো চেয়ারম্যান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে কিছু গণমাধ্যমে প্রচার করেন।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান,
“ঘটনার পর একটি জিডি হয়েছে। তবে চাঁদাবাজির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।”

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ চললেও এখনো কোনো প্রতিকার হয়নি। দ্রুত সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।