মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলায় দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন ও অর্থ সম্পাদক মোঃ নুরুজ্জামান সহ ১৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি সাব-রেজিস্ট্রার কার্যালয় মিলনায়তনে আয়োজিত উক্ত সভা উপদেষ্টা ও প্রধান কমিশনার এম আমির হোসাঈন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকির সাব-রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, খেপুপাড়ার সাব-রেজিস্ট্রার কাজী মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার মোঃ আঃ জব্বার সিকদার, এসএম জাকির হোসেন। মোহরার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন ও সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন হাওলাদার প্রমুখ।