BMBF News

দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার:  দুই জেলের দুই মাস কারাদণ্ড

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

 

ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে পটুয়াখালীর দুমকিতে দুই জেলেকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন  পার্শ্ববর্তী  বাকেরগঞ্জ উপজেলাধীন  কলসকাঠী গ্রামের মৃত্যু মোবারক হাওলাদারের  ছেলে আ. সোবাহান হাওলাদার (৫৫)   ও   দুমকি উপজেলাধীন ঝাটরা গ্রামের মৃত্যু কাশেম মৃর্ধার ছেলে সোহরাব মৃধা (৪২)।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণের চলমান অভিযানের অংশ হিসেবে পায়রা নদীর আঙ্গারিয়া এবং পাতাবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় নৌকা ও জালসহ এই জেলেদের আটক করা হয়।
এ অভিযানে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই মৌসুমে অবৈধ শিকারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক প্রতিবেদককে জানান  আটককৃত দুই জনের প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড দেওয়া হয়েছে, কাইয়ুম নামের একজন অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা কালীন কেহ নদীতে মাছ ধরতে নামলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন নিশ্চিত করেছেন যে, দণ্ডপ্রাপ্ত জেলেদের বিধি অনুযায়ী পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।