BMBF News

দুমকিতে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মোঃ কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালীর দুমকিতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার  (১৭ মার্চ) দুমকি উপজেলা  মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে দুমকী উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক, মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক  স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। দুমকী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন  আহবায়ক, মোঃ মতিউর রহমান দিপু, ও দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাহউদ্দিন রিপন শরীফ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সভাপতি, জেলা বিএনপি  সদস্য মোঃ মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক তৌফিক আলী খান কবির, মোঃ মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক, জাতীয়তাবাসী সেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।  দুমকী উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা, ।
এছাড়া দুমকি উপজেলা, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ -সহযোগী সংগঠনের সর্বস্তরের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিল।