BMBF News

দুমকিতে বিএনপির “পদযাত্রা” কর্মসূচিতে আওয়ামীলীগের হামলার অভিযোগ

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

দুমকিতে বিএনপির “পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে গনতন্ত্র পুনরুদ্ধার, ১০ দফা দাবি আদায় ও বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবীতে দুমকিতে বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে আওয়ামীলীগ নেতা কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকারে উপজেলার পাঁচটি ইউনিয়নে পৃথক স্থানে এ কর্মসূচির পালিত হয়। এর মধ্যে উপজেলার মুরাদিয়া ইউনিয়ন বিএনপির পদযাত্রা শেষে সমাবেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা করেন বলে অভিযোগ করেন মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তরিকুল ইসলাম খান। তিনি বলেন, মুরাদিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পদযাত্রা শেষে জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমাদের সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে আওয়ামীলীগের হামলায় কমপক্ষে ৪/৫ জন আমাদের নেতাকর্মী আহত হন। এ ব্যাপারে দুমকি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান সিকদার বলেন, বিএনপির পদযাত্রা ও সমাবেশ থেকে সরকারের বিরুদ্ধে কটাক্ষ ও উসকানিমূলক বক্তব্য দেয়ায় মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গিয়ে সমাবেশ বন্ধ করে দেয়।
এ বিষয় দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, হামলার বিষয় আমার জানা নেই কিংবা কোন অভিযোগও পাইনি।
এছাড়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল হক হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক মোঃ মেহেদী হাসান মিন্টু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার,সাবেক সভাপতি আমির হোসেন হাওলাদার প্রমূখ। লেবুখালি ইউনিয়ন বিএনপির পদযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক হাওলাদার প্রমূখ। এছাড়াও উপজেলার পাংগাশিয়া ও আংগারিয়ায় একই সময়ে পৃথক স্থানে এ কর্মসূচি পালিত হয়।