BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাথায় গাছের ডাল পরে রাজমিস্ত্রির মৃত্যু

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

দুমকিতে ছেলের কাঁটা গাছের ডাল পরে বাবা বাসেদ হাওলাদার (৫০) নিহত হয়েছে।
শুক্রবার বেলা ১টায় দুমকির উত্তর মুরাদিয়া কদমতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছেলে তরিকুল দুপুর ১টায় মেহগনি গাছের ডালে দড়ি(রশি) লাগিয়ে কাটতে ছিল, বাবা বাসেদ হাওলাদার নিচ থেকে দড়িতে টান দিলে গাছের ডাল বাবার মাথার উপর পড়লে ঘটনাস্থালে বাবা নিয়ে হত হয়। বাসেদ হাওলাদার উত্তর মুরাদিয়া নিবাসী মরহুম ইসমাইল হাওলাদারের বড় ছেলে সে রাজমিস্ত্রির কাজ করতো।
দুমকি থানার অফিসার্স ইনচার্জ( ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »