BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে মাল্টা আওয়ামীলীগ সভাপতির শীতবস্ত্র বিতরন

মেহেদী হাসান ,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

 

দুমকিতে ৬হাজার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগের সভাপতি হাওলাদার ফাউন্ডেশনের প্রতিস্ঠাতা ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো:কাউসার আমিন হাওলাদার।

রবিবার বিকাল ৪টায় সরকারী জনতা কলেজ মাঠে হাওলাদার ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাওলাদার ফাউন্ডেশনের সভাপতি মো: শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কবির হোসেন মৃধ্যা, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খান, সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক মো: সহিদুল ইসলাম দুমকি প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ।

প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »