BMBF News

দুমকিতে মুদি দোকানে চুরি, আটক চোরকে পুলিশে দিল জনতা

কামাল হোসেন বিশেষ প্রতিনিধি॥

 

 

পটুয়াখালীর দুমকিতে এক মুদি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর হাতে আটক রমজান মল্লিক (১৫) নামের এক চোরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুমকি উপজেলার পঞ্চায়েত বাজার ব্রিজ সংলগ্ন চরবয়েড়া গ্রামের জলিলের মুদি দোকানের সাটার খোলা দেখে ডাক দিলে একজন দৌড়ে পালালেও স্থানীয়রা রমজানকে হাতেনাতে ধরে ফেলেন। পালাতকের নাম সাকিব (১৬) বলে জানিয়েছেন পুলিশ হেফাজতে থাকা রমজান মল্লিক। ধৃত রমাজান মল্লিকে বাড়ি পার্শ্ববর্তী রাজাখালী গ্রামে। তার পিতার নাম হোসেন মল্লিক।
রমজান মল্লিককে আটকে রেখে থানায় খবর দেওয়া হলে দুমকি থানার এসআই নুরজ্জামান সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
তবে এসময় উপজেলা ছাত্রদলের সদ্য বহিস্কৃত আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার ও তার অনুসারীরা ঘটনাস্থলে এসে আটক যুবক রমজানকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালায়। উপস্থিত সাংবাদিককে গালাগালাজ করে । এতে উত্তেজনা সৃষ্টি হলে দোকান মালিক জলিল সহ এলাকাবাসী একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চোরকে থানায় নিয়ে যায়।
দোকান মালিক জলিল সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার দোকানে প্রায়ই চুরি হয়। আজ হাতে নাতে চোর ধরার পরেও আইনি পদক্ষেপ নিতে ছাত্রদল নেতা সরোয়ার দলবল নিয়ে বাধা দিয়েছে। এমনকি মালামাল লুট করারও হুমকি দিয়েছে।”

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসেন জানান, দোকান মালিক জলিল বাদী হয়ে চুরি মামলা দায়ের করেছে। মামলার এজাহারভুক্ত আসামী হিসাবে আজ আদালতে সোপর্দ করা হবে।