কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে পটুয়াখালীর দুমকিতে পিরতলা খালের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দুমকি একে হাইস্কুল থেকে থানাব্রিজ পর্যন্ত খালের একটি দীর্ঘ অংশে এই কার্যক্রম শুরু করেন।
১৯৮১ সালে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এ খাল খননের উদ্বোধন করেন। তার স্মৃতিকে মুছে দিতে আওয়ামীলীগ সরকারের সময় দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ হাওলাদার পাতাবুনিয়া এলাকায় খালে বাধ দিয়ে খাদ্য গুদাম এর ভবন তৈরী করে। এরপর থেকে যে যেভাবে পারছে খালটি দখলে নিয়ে পাকা, আধাপাকা ভবন তৈরী করে। বদ্ধ খালে কচুরিপানা জমে, জনগন ময়লার ভাগারে পরিনত করেছে। পীরতলা বাজার, পবিপ্রবি ক্যাম্পাস সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এ খালটির পাড়ে অবস্থিত। শিক্ষক, শিক্ষার্থী, বাজারে আসা জনগনের চরম ভোগান্তী এখন এই খালটি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন হাওলাদার এই পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু,
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আহসান ফারুক ,সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ,
যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া, সৈয়দ সাখাওয়াত হোসেন, সোহেল, সাইদুর রহমান খান প্রমুখ।
দুমকি উপজেলা যুবদলের প্রায় শতাধীক কর্মী সমার্থক এ পরিচ্ছনতা কর্মসূচিতে অংশ গ্রহন করে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খালে ময়লা জমে পানি চলাচল বন্ধ থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিল। যুবদলের এমন উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।