কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে “লেবুখালী মানব কল্যাণ যুব সংগঠন” এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৪ -ঘটির সময় লেবুখালী ইউনিভার্সিটি স্কয়ারের পায়রা পয়েন্ট এ শীতবস্ত্র বিতরন করা হয়। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, শামীম আহমেদ সাগর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারন সম্পাদক মজিবুর রহমান। বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ বশির তালুকদার ও সহকারী অধ্যাপক মোসা: শাহরিয়ার শারমিন।
আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, এ্যাড. আবুল কালাম আজাদ,
উপজেলা বিএনপির সবেক যুগ্ম আহবায়ক, মতিউর রহমান দিপু, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ রিপন শরিফ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো সুমন শরিফ, সেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক মো বায়েজিদ আহমেদ বাচ্চু। লেবুখালী ইউনিয়নের ৪শত শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।