দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উদ্যগে হতদরিদ্র লোকজনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে।
রবিবার(৫ জানুয়ারী) বেলা ১টায় উপজেলার আনন্দ বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার শাহিন মাহমুদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুমকি উপজেলার সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের দুমকি উপজেলার সমন্বয়ক মোঃ আমিনুল ইসলাম ইফতি, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র ছাত্রীরাও উপস্থিত থেকে অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগীতা করেন। এসময় ৬০ জন শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।