মেহেদী হাসান শান্ত,নিজেস্ব প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে ৩কেজি ৩০০গ্রাম গাঁজাসহ রোমান মোল্লা নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় পায়রা সেতু টোল প্লাজায় দুমকি থানা পুলিশের চেকপোস্টে অভিযান পরিচালনা করে রোমান মোল্লাকে ৩কেজি ৩০০গ্রাম গাঁজাসহ আটক করে। রোমান মোল্লা পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা চলমান রয়েছে।