BMBF News
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

দুমকিতে ৭’শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে ৭’শ পিচ ইয়াবাসহ সাইফুল ইসলাম ফকির (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে ডিবি পুলিশ। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম ফকির আংগারিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দেলোয়ার ফকিরের ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মধ্য জলিশা এলাকার আল মদিনা জামে মসজিদের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে সাইফুল ইসলাম ফকিরকে ৭’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ফকির গত ১৮ নভেম্বর ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। যার মামলা এখনো বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম ফকিরের বড় ভাই জসিম উদ্দিন এই বছরের ২২ জানুয়ারি ১৫’শ পিচ ইয়াবাসহ গ্রেফতার হয়।

ওয়েব হোস্টিং কিনুন
৭৫% পর্যন্ত ছাড়ে!
  • ফ্রি ডোমেইন ও ইমেইল
  • আনলিমিটেড ফ্রি SSL
  • ৩০ দিনের মানি-ব্যাক গ্যারান্টি
অফারটি দেখুন »

- Advertisement -