দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের সভাপতি হিসেবে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মো.আবুল হোসেন ও দৈনিক দিনকাল প্রতিনিধি মো.সাইদুর রহমান খান সাধারন সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।
সোমবার বিকেল ৪টায় সভাপতির পদ থেকে সৈয়দ ফজলুল হক ও সাধারন সম্পাদকের পদ থেকে কাজী দুলাল ব্যক্তিগত কারনে অব্যাহতি নিলে কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে জেষ্ঠ্য সহ-সভাপতি মো.আবুল হোসেনকে সভাপতি ও জেষ্ঠ্য যুগ্ম-সাধারন সম্পাদক মো.সাইদুর রহমান খানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহন করে নতুন সভাপতি ও সা.সম্পাদক এক প্রতিক্রিয়ায় জানান, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও সংগঠনকে আরও গতিশীল ও সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবেন তাঁরা।
প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।