মেহেদী হাসান,জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকীতে উপজেলা প্রতিনিধির উদ্যোগে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
রবিবার বিকেল ৪টায় উপজেলার নতুন বাজার নিউ ষ্টার চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুমকী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন, পাঙ্গাশিয়া মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: নাসিমা আক্তার ও মাল্টা প্রবাশী মোঃ কাওছার আমিন হাওলাদার প্রমুখ।
এসময় দুমকী উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দুমকী প্রেস ক্লাব, প্রেসক্লাব দুমকী, পবিপ্রবি সাংবাদিক সমিতি ও মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।