BMBF News

দুমকীতে ভূমিদস্যুদের অত্যাচারে নাজেহাল কৃষক পরিবার

১৮৩
মোঃ নাসির উদ্দিন জুয়েল

 

 

পটুয়াখালীর দুমকীতে একটি কৃষক পরিবারের বসত ভিটাসহ আবাদি জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ ই মার্চ) মুরাদিয়া ইউনিয়নে ৯নং ওয়ার্ডে চরগরবদী গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায়, মৃতঃ জয়নুদ্দিন এর ছেলে আঃজব্বার হাং (৬৭)এর বসত বাড়ি সহ নাল জমি যার এস এ খতিয়ান নং ১৪০১/১ ও ১৪০১/২ নং দাগের১.২৫ একর জমি প্র‍্যায় ২০ বছর স্ত্রী পুত্র সহ ঘর বাড়ি, ফসলী জমি, গোয়াল ঘর, পুকুর সহ বিভিন্ন রকমের নারিকেল গাছ সহ ফলজ গাছ রয়েছে যা তিনি দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছেন তিনি।

জানতে চাইলে ভুক্তভোগী আঃ জব্বার হাং অভিযোগ করে বলেন, স্থানীয় একটি সন্ত্রাসী-ভূমিদস্যু দল তাদের জীবননাশের হুমকিসহ বাড়ি ঘর আগুনে পুড়িয়ে, গোয়াল থেকে গরু নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। প্রায় দুই মাস আগে তার ফসলী জমিতে তার ছেলের বউকে মারধর করেছে ওই চক্রের সদস্যরা। পরবর্তীতে তিনি থানায় গিয়ে প্রশাসনের সহযোগীতা নেয় এবং ‘সাউথ বাংলা’ নামক পেইজে লাইভে অভিযোগ করেন।

এসময় তিনি আরও জানান, এই জমিতে দেওয়ানী মামলা রয়েছে, যার নং ১৫/২০০৬ এবং বর্তমান প্রেক্ষাপটে বেদখল চেস্টা করায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বি নিষেধাজ্ঞা মামলা চলমান আছে। ভূমি দস্যুগণ কোন প্রকার আইন আদালতের নিয়মের তোয়াক্কা করছে না।
কারা তাকে প্রকাশ্যে হুমকি ধমকি দেয় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যু তাজেম হাং এর ছেলে সালাম হাং (৬৫), জাকির (৪৫), মিজানুর (৪২), রাজ্জাক ফকির এর ছেলে রুবেল ফকির(৩০), সাহাবুদ্দিন( ৫২) মৃত্যু মোন্তাজ ফকির এর ছেলে আবুল ফকির (৬৫), মৃত্যু ধলু হাং এর ছেলে চান মিয়া (৬৫) সহ অজ্ঞাত আরো অনেক।

আঃ জব্বার হাং এর ছেলের বৌ অভিযোগ করে বলেন, এই সব ব্যক্তি বর্গের যন্ত্রনায় জীবন নিয়ে বেঁচে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমি সরকার ও দেশের মানুষের কাছে সঠিক বিচার প্রত্যাশা করছি।

অভিযোগের ব্যাপারে জানতে তাদের মুঠোফোনে কল দিলে রিসীভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।