মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিবেদক :
পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এক আনন্দ র্যালি বের করা হয়।
উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল মৃধা, উপজেলা যুবদল ও অঙ্গ সহযোগীসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।