BMBF News

‎দুমকীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ র‍্যালি

মেহেদী হাসান শান্ত, নিজস্ব প্রতিবেদক :

 

‎পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এক আনন্দ র‍্যালি বের করা হয়।

 

 

‎উপজেলার নতুন বাজারের আল মামুন সুপারমার্কেট চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
‎উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জসিম উদ্দিন হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপি সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো: সাইফুল মৃধা, উপজেলা যুবদল ও অঙ্গ সহযোগীসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎সমাবেশে বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনে নতুন উদ্দীপনায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান।