ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের কলাবাড়ী বাজারে অরাজনৈতিক সংগঠন ‘নব দিগন্ত ক্লাব’-এর অফিস কক্ষে রহস্যজনকভাবে তালা ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (২৩ নভেম্বর) সকালে ক্লাবের সদস্যরা গিয়ে দেখেন—দরজায় একটির বদলে ঝুলছে দুটি তালা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর মুরাদিয়া ইউনিয়ন শাখা আয়োজনে ক্লাবটিতে গজল সন্ধ্যা পরিবেশন করা হয়। ঠিক সেই সময়ে ক্লাবসংলগ্ন চৌরাস্তায় মো. বেল্লাল হোসেন লিমন ও সাইফুল ইসলামের মধ্যে বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। বাজারে শোরগোল শুরু হলে আশপাশের লোকজন ছুটে গিয়ে দু’জনকে আলাদা করে দেয়।
সাইফুল ইসলাম অভিযোগ করেন,
“আমি বাজার দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বেল্লাল আমাকে উদ্দেশ্য করে গালাগালি শুরু করে। কারণ জানতে চাইলে সে আমার কলার ধরে কিল ঘুষি মারে। পরে হাতাহাতি হলে লোকজন এসে থামিয়ে দেয়।”
নব দিগন্ত ক্লাবের প্রতিষ্ঠাতা মশিউর রহমান বলেন,
“গজল সন্ধ্যার অনুষ্ঠান চলছিল। বাইরে হৈচৈ শুনে গিয়ে দেখি দু’জন হাতাহাতিতে জড়িয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অনুষ্ঠান বন্ধ করতে হয়। পরদিন সকালে খবর পাই, ক্লাবে কে যেন তালা লাগিয়েছে।”
ঘটনার বিষয়ে জানতে বেল্লাল হোসেন লিমনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তবে স্থানীয়রা জানিয়েছেন, তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।