কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন।
সোমবার (২৪ নভেম্বর) পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে দুমকী উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মুঃ অলিউল ইসলাম-কে এই দায়িত্ব প্রদান করেন।
আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত ১৯ আগস্ট ২০২৪ ও ২২ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিপত্র মোতাবেক এই নিয়োগ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত প্রশাসক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন।
স্থানীয়সূত্র জানায় এক সময় ব্যাবসায়ী হিসাবে পরিচিত থাকলেও বিগত আওয়ামীলীগ সরকারের মধ্যভাগে রাজনীতিতে সক্রিয় হন আজাহার আলী মৃর্ধার । ভাই ফোরকান মৃর্ধা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ভাতিজা ইউনুচ মৃর্ধা যুবলীগের সভাপতি পদে থাকায় সহজেই উপজেলা কৃষক লীগের পদ বাগিয়ে নেয়। বিএনপি জামায়াতের আন্দোলন ঠেকাতে মাঠে কৃষকলীগের ব্যানারে সক্রিয় দেখা যেত। ইউপি নির্বাচনে নৌকা মার্কা না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচিত হন। জনশ্রুতি আছে ক্ষমতা ও টাকার জোরে বিএনপি জামায়াত কে ভোটের মাঠে তার পক্ষে রাখতে পেরেছেন। গত বছরের ৫ আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার সহ উপজেলার পদধারী নেতারা অনেকে পালিয়ে গেলেও বহালতবিয়তে থাকেন
শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ কৃষকলীগ দুমকি উপজেলা শাখার আহবায়ক, আজাহার আলী মৃর্ধা। গত ১১ নভেম্বর পটুয়াখালী থেকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। তিনি কারাগারে থাকায় জনগনের সেবা নিশ্চিত করতে এ প্রশাসক নিয়োগের আদেশ দেন জেলা প্রশাসন।