নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষকদের টানা ১৭ দিনের আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।
শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। সংগঠনটি জানিয়েছে, বুধবার (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (১১ মার্চ) রাতে প্রেসক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও সরকার সাড়া দেয়নি। ফলে ২৩ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হয়। আন্দোলন চলাকালে আর্থিক অনটনে দুই শিক্ষক মারা যান, অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন এবং পুলিশের লাঠিচার্জে আহত হন।
সরকারের সঙ্গে আলোচনার পর শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব জানান, স্বীকৃতিপ্রাপ্ত সচল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে। মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এ আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।