BMBF News

নভেম্বরে মূল্যস্ফীতি ১১ দশমিক ৩৮ শতাংশ

নভেম্বর মাসে দেশের মূল্যস্ফীতির হার বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশে পৌঁছেছে। এর আগে অক্টোবরে এই হার ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশে, যা অক্টোবরে ছিল ১২ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে, গত বছরের একই সময় অর্থাৎ ২০২৩ সালের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৭৬ শতাংশ।

গ্রামাঞ্চলে নভেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৩ শতাংশে, যা অক্টোবরে ছিল ১১ দশমিক ২৬ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি সেখানে ছিল ১৩ দশমিক ৪১ শতাংশ, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ।

নভেম্বর মাসে শহরাঞ্চলের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৭ শতাংশে, যা অক্টোবরে ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। শহরাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৩ শতাংশে, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩১ শতাংশ।

চলমান মূল্যস্ফীতি বৃদ্ধির ফলে সাধারণ জনগণের জীবনযাত্রায় চাপ বেড়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে।