কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ উপলক্ষেনি র্বাচন কমিশনের আচারণবিধি মানতে নিজ হাতে পোষ্টার অপসারন করছেন এবিপার্টি পটুয়াখালী -১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মেজার ডা. আব্দুল ওহাব মিনার (অব.)।
গত ১০তারিখের নির্বাচন কমিশন থেকে প্রেরিত একটি পত্রের মাধ্যমে তফসিল ঘোষনার ৪৮ ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সকল প্রচার সামগ্রী নিজ খরচায়/দায়িত্বে অপসারন করতে হবে মর্মে নির্দেশনা দেওয়া হয়। গতকাল সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। আজ সকাল থেকেই এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পটুয়াখালী -১ আসনের মনোনীত প্রার্থীর পক্ষে লাগানো সকল পোস্টার, ব্যানার, গেট অপসারন করা শুরু করে। বিকাল ৪টায় শহরের কলাতলাস্থ দেয়ালে পোষ্টার অপসারন কাজে যুক্ত হয়ে নিজ হাতে পোষ্টার তুলে ফেলছেন এবিপার্টি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর ডা. আব্দুল ওহাব মিনার।
এসময় তিনি সাংবাদিকদের বলেন এবিপার্টি নতুন বাংলাদেশ গড়ার যে বয়ান নিয়ে রাজনৈতিক ময়দানে আত্ম প্রকাশ করেছে তা আমরা আমাদের কর্মসূচির মাধ্যমে জনগনের মনে আস্থায় নিয়ে আসবো। এখন পর্যন্ত কোন রাজনৈতিক দল কিম্বা প্রার্থী তাদের ব্যানার, পোষ্টার, গেট অপসারন করার কাজ শুরু করে নাই কিন্তু এবিপার্টি নির্বাচনী সকল আচারণবিধি মেনে চলাতে অঙ্গীকারাবদ্ধ। তারই বাস্তবায়ন এই পোষ্টার, ব্যানার সরানোর মাধ্যমে শুরু করছি। আগামিকাল এর মধ্যে আমরা চেষ্টা করবো সকল পোষ্টার, ব্যানার, গেট অপসারন করার। তিনি আশা প্রকাশ করে বলেন নিশ্চয়ই জনগন ভোটের মাধ্যমে এ মূল্যায়ন করবে।
এসময় উপস্থিত ছিলেন এবিপার্টি পটুয়াখালী জেলার যুগ্ম আহবায়ক আবু রায়হান জাফর, সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন, সিনিয়র সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মোঃ জাকির হোসেন, আসমা বেগম সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমার্থকরা।