নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্পকে কেন্দ্র করে ‘সেমস-গ্লোবাল’ আয়োজন করছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক :
কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এর আয়োজনে বিগত ২৮ বছরের ধারাবাহিকতায় আগামী ১৪-১৬ নভেম্বর, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায়, তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ ও তৎসংশ্লিষ্ট শিল্প কেন্দ্রিক বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘বিল্ড সিরিজ অফ এক্সিবিশন’ এবং ‘পাওয়ার সিরিজ অফ এক্সিবিশন’ সংশ্লিষ্ট কতিপয় আন্তর্জাতিক প্রদর্শনী। প্রদর্শনীগুলো হলো: ১) ২৯তম বিল্ড বাংলাদেশ ২০২৪, ২) ২৩তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৪, ৩) ৬ষ্ঠ ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৪, ৪) ২৬তম পাওয়ার বাংলাদেশ ২০২৪, ৫) ২১তম সোলার বাংলাদেশ ২০২৪ এবং ৬) ৬ষ্ঠ ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৪।
২৭ অক্টোবর (রবিবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রদর্শনীসমূহ আয়োজন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের মার্কেটিং বিভাগের প্রধান মাহমুদ রীয়াদ হাসান এবং বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্রাটেজিক প্ল্যান বিভাগের এজিএম আশরাফুল ইসলাম।
উল্লেখ্য, আগামী ১৪-১৬ নভেম্বর ২০২৪, তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ অনুষ্ঠিত হবে।