নভেম্বরের শেষ সপ্তাহ থেকে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমানে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রি থেকে লাফিয়ে ১০ ডিগ্রির ঘরে এসে নেমেছে।
রোববার (১ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গত শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস।
সরেজমিনে দেখা গেছে, আবহাওয়ার বিরূপ প্রভাব পড়েছে। উত্তরের এ জেলায় শীতের চিরচেনা রূপ বা দৃশ্য দেখা যায়নি। এখনও সকালে ঘন কুয়াশার দেখা পাওয়া যাচ্ছে না। বরং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলছে। তবে হিমালয় থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল বাতাসে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সব থেকে বেশি শীত অনুভূত হচ্ছে রাত থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত।
এদিকে ঘুরে দেখা গেছে, সকালে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হয়েছেন শ্রমজীবীরা। তবে বেলা গড়ালে শীত খানিকটা কমলেও বিকেল হতেই আবারও শীত অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, গত পাঁচ দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে। শনিবার সকাল ৬টায় ১০ দশমিক ৪ ডিগ্রি এবং সকাল ৯টায় ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
এদিকে রোববার সকাল ৬টায় তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হলেও সকাল ৯টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।