কামাল হোসেন বিশেষ প্রতিনিধি:
পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে ডেঙ্গু রোগ মহামারী আকার ধারন করায় এডিস মশার বংশ বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল আচরণ ও ডেঙ্গু রোগীদের হাসপাতালে সুচিকিৎসা নিশ্চিত করতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) উদ্যোগে মিডিয়া ব্রিফিং এর আয়োজন করা হয়।
শুক্রবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবে মিডিয়া ব্রিফিং এ ডেঙ্গু রোগ এর বাহক এডিস মশার আক্রমন থেকে বাচতে করনীয় ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন এবিপার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
তিনি বলেন গতকাল দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর পটুয়াখালী জেলা প্রতিনিধি লিটু দাশ এর স্ত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ইহলোক ত্যাগ করেছেন, তার দুটি ছোট ছোট সন্তান রেখে গেছেন, শশ্মান ঘাট গিয়ে পরিবারের লোকজনের আহাজারি আমাকে বিচলিত করেছে। আমরা একটু সচেতন হলে আর সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন দায়িত্বশীল ভুমিকা পালন ও হাসপাতাল গুলোতে সময়মতো চিকিৎসা সেবা পেলে এরকম মৃত্যু হার কমানো সম্ভব।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আসাদুজ্জামান এর এক গবেষনা থেকে প্রাপ্ত তথ্য উল্লেখ করে তিনি আরও বলেন এডিস মশার বংশ বিস্তারে প্রক্রিয়া প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এখন লবন পানি, ময়লা পানিতেও মশা বংশ বিস্তার করে। পটুয়াখালী ও বরগুনা রেড জোনে অবস্থান করছে। তাই এই ডেঙ্গু রোগ থেকে বাচতে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, সাংবাদিদের ভুমিকা রাখা প্রয়োজন। আর এ বিষয় সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের আরো কার্যকর ও দৃশ্যমান কর্মসূচি বাস্তবায়ন করার আহবান জানান। হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড তৈরী করে জরুরী বিবেচনায় সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
মিডিয়া ব্রিফিং এ এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মোঃ কামাল হোসেন বলেন এবিপার্টি উদ্যোগে এডিস মশা নিধনে সক্ষমতা অনুযায়ী কাজ করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সহকারী সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান।