কামাল হোসেন বিষেশ প্রতিনিধি:
ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল খাতে সমস্যা সমাধানে গঠিত ‘অসম কমিটি’ প্রত্যাখ্যান এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে বাতিলের দাবিতে পটুয়াখালীতে কারিগরি ছাত্র আন্দোলন বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে।
বুধবার (১৭সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় বরিশাল -কুয়াকাটা সড়কে অবস্থান করে।
তাদের ৭দফা দাবীগুলো তুলে ধরেন -দাবী গুলো
১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা।
২। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারের জনবল নিয়োগ করা।
৩। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা।
8। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২৫ নির্ধারণ করা।
৫। পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট এবং টিএসসিতে শিক্ষক-শিক্ষার্থী ১:১২ অনুপাতে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইংরেজি মাধ্যমে রূপান্তরসহ আধুনিকায়ন করা।
৬। সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধিকরণ; অর্জিত ডিগ্রিকে বিএসসি (পাস)/সমমানদ ঘোষণা করা।
৭। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।
এসময় কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক রিশাদ গনমাধ্যমকে বলেন যদি আমাদের দাবী মেনে নেওয়া না হয়, যদি বিএসসি ইঞ্জিনিয়ারের ব্যানারে অযুক্তিক দাবী নিয়ে আবার মাঠে নামে তা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ অধ্যায়ন রত সকল শিক্ষার্থীদের নিয়ে একযোগে দেশ অচল করে দেওয়া হবে।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহবায়ক প্রকৌশলী কামাল হোসেন বলেন ১৯৭৮ সালের প্রজ্ঞাপনের মাধ্যমে যে বিষয়টি সেটেল হয়ে গেছে, আবার ১৯৯৪ সালে চার দলীয় জোট সরকারের সময় ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বিতীয় শ্রেনীর পদ মর্যাদায় ১০ম গ্রেড দেওয়া হয়েছে সেই মিমাংসিত বিষয়টি নিয়ে আর কোন সমঝোতা হওয়ার কোন সুযোগ নাই। তাই সরকারের নিকট আহবান রইলো একটি মিমাংসিত বিষয় নিয়ে বিএসসি প্রকৌশলীরা রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদীদের ফিরিয়ে আনার ষড়যন্ত্রে লিপ্ত কিনা তা খতিয়ে দেখতে হবে। অনতিবিলম্বে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭দফা দাবী মেনে নেওয়ার ও আহবান জানান।
মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে আধাঘণ্টা পরে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলা চল স্বাভাবিক হয়।
সড়ক ছেড়ে আন্দোলকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে পলিটেকনিক এ চলে যায়।
বিক্ষোভ সমাবেশে পলিটেকনিক ইনস্টিটিউট এর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবী ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ গ্রহন করে।