BMBF News

পটুয়াখালীতে কেন্দ্রীয় আইডিইবির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

 

 

 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার কার্যক্রমকে গতিশীল করার লক্ষে
অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক প্রকৌশলী মোঃ কবির হোসেন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী পৌর নিউমার্কেটস্থ জেলা আইডিইবি কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকৌশলী জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
আইডিইবি অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটির আহবায়ক, প্রকৌশলী মোঃ কবির হোসেন,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
আইডিইবি অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জসীম উদ্দিন রানা, আইডিইবি অর্ন্তবর্তিকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য (অর্থ) প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, সদস্য প্রকৌশলী মোঃ পারভেজ, প্রকৌশলী মোঃ তুহিনুজ্জামান তুহিন ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
প্রকৌশলী মোঃ ইব্রাহীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌ. মাঈনুল ইসলাম (এলজিইডি), প্রকৌ. হুমায়ন কবির সোহাগ (ব্যবসায়ী) প্রকৌ. ইব্রাহীম খলিল, প্রকৌ. আল আমিন (পল্লীবিদ্যুত)।
বক্তারা বলেন বিগত ১৬ বছর আইডিইবিকে একটি রাজনৈতিক দলের অংগ সংগঠনের কার্যালয়ে পরিনত করা হয়েছিল ফলে ৫ আগষ্ট জুলাই বিপ্লবের পর আইডিইবিকে অরক্ষিত রেখে পালিয়ে গিয়েছে।
আমরা আইডিইবি’র হারানো ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে আসবো যেখানে দলমতের উর্ধ্বে থেকে সার্বজনীন আইডিইবি গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রকৌ. নাজমুল আহসান মুন্না, প্রকৌ. হাফিজুর রহমান, প্রকৌ. আল মিজান, প্রকৌ. সাখাওয়াত হোসেন মামুন সহ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।