কামাল হোসেন বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন জামায়াত ইসলামীর উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় শ্রীরামপুর বাজারে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌকরন ইউনিয়ন জামায়াতের সভপতি মোঃ আবদুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার আমির ও পটুয়াখালী -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. মোঃ নাজমুল আহসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী, ঢাকাস্থ পটুয়াখালী জেলা ফোরাম এর সেক্রেটারী এ.বি.এম সাইফুল্লাহ, পটুয়াখালী শহর জামায়াতের আমির মাওলানা মোঃ হাবিবুর রহমান, পটুয়াখালী জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাস্টার আমিরুল ইসলাম, পটুয়াখালী জেলা যুব সভাপতি মাওলানা মোঃ শহীদুল ইসলাম।
মৌকরন জামায়াতে ইসলামী’র সেক্রেটারী হাফেজ মাও. মোঃ নুরে আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌকরন ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাও. মামুন আকন, বদরপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. মোঃ নুরুল ইসলাম, পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি মোঃ মাহাদি হাসান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন এদেশ থেকে চাঁদাবাজ, দূর্ণীতি বাজদের রুখতে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ইসলামীমের পক্ষের শক্তিকে নির্বাচিত করতে হবে। বক্তারা এবারে নির্বাচনে রাসুলের আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহবান জানান