সম্ভাব্য ঘূর্নিঝড় ডানা মোকাবেলায় পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি মূলক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। সভায় পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ,
কৃষি সম্প্রসারন অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস, সিপিপি, রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান দুর্যোগ মোকাবেলায় জেলায় ৮২৯ টি সাইক্লোন শেল্টার ৩৫ টি মুজিব কিল্লা, প্রস্তুত রাখা হয়েছে যেখানে আশ্রয় নিতে পারবেন ৪ লক্ষ ১৪ হাজার ৫ শত মানুষ। এছাড়া ৭৩০ মেট্রিক টন চাল ও প্রায় ১০ লক্ষ নগদ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
এ সময় মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ৯ হাজার স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকা সহ বিদ্যুৎ বিভাগ সড়ক বিভাগ ফায়ার সার্ভিসকে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম গঠন করা হয়েছে পর্যাপ্ত পরিমাণ স্যালাইন, ঔষধ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত রয়েছে।
জেলায় ১৩০০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্যোগের সময় কোথাও ভাঙ্গন দেখা দিলে তা মেরামতের জন্য ১৬ হাজার জিও ব্যাগ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।