BMBF News

পটুয়াখালীতে ডিপ্লোমা প্রকৌশলীদের ৭দফা দাবী বাস্তবায়নে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল

২৬
বিশেষ প্রতিনিধি ॥

 

 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ৭দফা দাবী বাস্তবায়নে পটুয়াখালীতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ পটুয়াখালী জেলা শাখা।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউটের মূল ফটকে এসে শেষ হয়।
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের
আহবায়ক প্রকৌশলী মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ দীন ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান (সিভিল) প্রকৌ. মোঃ ইয়ারুল হক, পটুয়াখালী জেলা আইডিইবির সদস্য সচিব, প্রকৌ. নাজমুল আহসান মুন্না। সড়ক ও জনপথ অধিপ্তরের সহকারী প্রকৌশলী প্রকৌ. জাহিদুল ইসলাম মুন্না, উপ-সহকারী প্ররকৌশলী এলজিইডি প্রকৌ. মোঃ এনামুল হক সরদার।
সংগ্রাম পরিষদের সদস্য প্রকৌ. ইব্রাহীম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রকৌ. আবদুল্লাহ্ আল নাঈম  প্রকৌ, সাব্বির আহমেদ অভি, প্রকৌ. সোয়েবুর রহমান,  শিক্ষার্থীদের মধ্যে হৈমন্তি, বেল্লাল, রায়হান, জাহিদুল,  রিশাদ ও রানা প্রমূখ।
সভায় বক্তারা প্রকৌশলীদের ন্যায্য অধিকার বঞ্চনা এবং অযৌক্তিক তিন দফা দাবীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন এ ধরনের সিদ্ধান্ত কারিগরি শিক্ষার্থী ও প্রকৌশল পেশাজীবীদের ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলবে। তাই প্রকৌশল খাতে সংস্কার আনতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭দফা দাবী বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌ. মোঃ ইব্রাহীম ওজোপাডিকো, প্রকৌ. আপন হোসেন, প্রকৌ. মাইনুল ইসলাম, প্রকৌ. ফারুক হোসেন, প্রকৌ. সৈয়দ আল ইমরান, প্রকৌ. সাখাওয়াত হোসেন, প্রকৌ. সাইদুল ইসলাম।