পটুয়াখালীতে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এস.এম.সোহান,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) পটুয়াখালী শহরের বনানী এলাকার যুবদল কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করেন পটুয়াখালীর জেলা যুবদল।
প্রতি বছরের ন্যায় এবারের যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন উদ্দ্যোগ নিয়েছেন। এমনটায় বললেন পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক না কেটে জনগণের চিকিৎসা সেবার মধ্যদিয়ে পালন করেন ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, আমারা তারেক রহমানের নির্দেশে অহেতুক টাকা খরচ করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার দরকার নাই। আমরা সেই টাকা দিয়ে জনগনের জন্য ডাক্তার দিয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা করেছি। আমরা শিশু সহ দুইশতধিক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ঔষধ সহ এই চিকিৎসা সেবা ব্যবস্থার মধ্যদিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতিত্ব করেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন সঞ্চালনা করেন, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শিপলু খান।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পের নেতৃত্বে ছিলেন জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সার্জারী বিশেষজ্ঞ ডাঃ একেএম ওমর ফারুক মসিহ। এছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ ডাঃতানজিলাতুজ্জাহান মালিহা, মেডিকেল অফিসার ডাঃ তানভীর মাহতাব তৌকির, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আরাফাত হোসেন নিপু, ডাঃ তাসনীম আনসারী অর্ণব, ডাঃ ফয়সাল হোসাইন।