BMBF News

পটুয়াখালীর দশমিনায় নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা

রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় গ্রামীণ ঐতিহ্যের অংশ হিসেবে নৌকা বাইচ, সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার সদর ইউনিয়নের কাটাখালী আশ্রয়ণ প্রকল্পের দীঘিতে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।

কাটাখালী গ্রামবাসী ও স্থানীয় যুব সমাজের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির স্থানীয় নেতা আজাহার সিকদার এবং সঞ্চালনা করেন আব্দুর রশিদ তালুকদার কলেজের সাবেক ছাত্রদল সভাপতি আবুল বশার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি জিয়া তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফকরুজ্জামান বাদল, দপ্তর সম্পাদক রাজিব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খানসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, এ ধরনের গ্রামীণ আয়োজন সমাজে আনন্দ ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে অনুপ্রাণিত করে।

গ্রামজুড়ে ছিল উৎসবের আমেজ, আর উপস্থিত দর্শনার্থীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে কাটাখালী আশ্রয়ণ প্রকল্প এলাকা।