BMBF News

পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে প্রাণ হারাল প্রথম শ্রেণির ছাত্রী তাসমিয়া

রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় পানিতে ডুবে তাসমিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাসমিয়া দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর এলাকার বাসিন্দা মো. বশির হাওলাদারের মেয়ে। বর্তমানে তাসমিয়া তার নানাবাড়ি চরহোসনাবাদে পরিবারের সঙ্গে বসবাস করছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে ফিরে তাসমিয়া খেলতে গিয়ে অসাবধানতাবশত পার্শ্ববর্তী একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।