রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিয়ের আগের রাতে মো. শুভ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমর্দন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শুক্রবার (৩ অক্টোবর) বাদ আসর শুভর বিয়ে হওয়ার কথা ছিল। তিনি ওই গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শুভর বিয়ের কাবিন ও কালেমা অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাড়িতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিয়ে উৎসবের আমেজ চলছিল। রঙিন আলোয় সাজানো বাড়িতে বাজছিল বাদ্যযন্ত্র, চলছিল নাচ-গান। নাচের ফাঁকে শুভ নিজ দোকানে গেলে আর ফিরে আসেননি।
পরে তাঁর মা তাকে খোঁজে না পেয়ে দোকানে গিয়ে দেখেন, শুভর দেহ আড়ার সঙ্গে দড়ি দিয়ে ঝুলছে। চিৎকারে স্বজনরা এগিয়ে এসে দ্রুত তাঁকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকাল ৬টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।