BMBF News

পটুয়াখালীর দশমিনায় যুব অধিকারের পরিষদের উদ্যোগে রাস্তা সংস্কার: দুর্ভোগমুক্ত হলো চরহাদী গ্রামবাসী

রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরহাদী গ্রামে যুব অধিকারের পরিষদের নেতাকর্মীদের উদ্যোগে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যুব অধিকার পরিষদের উদ্যোগে ভাঙ্গলকৃত একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

দীর্ঘদিন ধরে চরহাদী গ্রামের এই সড়কটি পানির স্রোত ও জোয়ার-ভাটার কারণে ক্ষতিগ্রস্ত ছিল। ফলে স্থানীয়দের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন চরম ভোগান্তি পোহাত। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা-পানিতে তলিয়ে থাকত, এতে কৃষি ফসলের জমিও ক্ষতির মুখে পড়ত।

এ অবস্থায় যুব অধিকারের পরিষদের চরহাদী ইউনিটের নেতাকর্মীদের মিলে নিজস্ব উদ্যোগে ও উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সহযোগিতায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের তত্ত্বাবধানে ভেকু দিয়ে রাস্তা ভরাট, মাটি ফেলা ও সমতল করার কাজ সম্পন্ন হয়।

সংস্কার কাজে অংশ নেন যুব অধিকার পরিষদের নেতা ইলিয়াস মোল্লা, আক্কাস খলিফা, সাইফুল ইসলাম, মোজাম্মেল প্যাদা, হাসান গাজীসহ স্থানীয় তরুণ নেতাকর্মীরা। তারা স্বেচ্ছাশ্রমে কাজ করে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।

যুব অধিকারের পরিষদের নেতা মো. সাইফুল ইসলাম বলেন,

“এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। স্থানীয় মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগ দেখে আমরা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নিই। উপজেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সহযোগিতায় আজ এই কাজটি বাস্তবায়ন করতে পেরেছি। মানুষের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি।”

স্থানীয় বাসিন্দারা বলেন,
“দীর্ঘদিন ধরে এই রাস্তা ভাঙা অবস্থায় ছিল। বাচ্চারা স্কুলে যেতে পারত না, কৃষিপণ্য আনা-নেওয়াও ছিল কষ্টসাধ্য। জোয়ার-ভাটার পানিতে জমির ফসল নষ্ট হতো। এখন রাস্তা সংস্কার হওয়ায় আমরা অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।”

গ্রামবাসীর মতে, যুব অধিকারের পরিষদের এই উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়—এটি তরুণ নেতৃত্বের মানবসেবামূলক মনোভাব ও সামাজিক দায়বদ্ধতার বাস্তব প্রতিফলন।

বর্তমানে সংস্কারকৃত সড়ক দিয়ে মানুষ নির্বিঘ্নে চলাচল করছে, শিক্ষার্থীদের স্কুলে যেতে কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। ফলে চারাদি গ্রামে নতুনভাবে প্রাণ ফিরে এসেছে উন্নয়ন ও সহযোগিতার চেতনা।