(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা বিক্রির অভিযোগে মো. নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদারকে ২১০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার কালাইয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
-
দীর্ঘ বছর ধরে এই পরিবারটি মাদক বিক্রি করে আসছিলো। এলাকায় ওই পরিবারের প্রভাব থাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারতোনা। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে সোমবার বিশেষ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে তাদের আটক করে। এ সময় জব্দ করা হয় ২১০পিস ইয়াবা।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, এই চক্রটি ধরার জন্য আমরা দীর্ঘদিন ধরে উৎ পেতে ছিলাম।আটক নেছার চৌকিদার, তার স্ত্রী সুমনা আক্তার ও ছেলে শাওন চৌকিদার, এদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।