পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন বি এল পি ডিগ্রি কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৬ই ডিসেম্বর শুক্রবার সকালের কলেজ অডিটোরিয়াম রুমে এ আলোচনা সভা ও দোয়া আয়োজন করা হয়।
মৌকরন বি এল পি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মস্তফার সভাপতিত্ব দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জসীমউদ্দীন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় সভাপতি বক্তব্যে অধ্যক্ষ বলেন, মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে
এবং অনুষ্ঠানের উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌকরন বি এল পি ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ হারুন-অর-রশিদ।