মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি :
পটুয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে জিএসটি গুচ্ছভুক্ত স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ ভর্তিকৃত ছাত্র-ছাএীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মঙ্গল বার (২৬ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন।বিশ্ববিদ্যালয় পরিচিতি মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন প্রফেসর ড.মো: শামসুজ্জামান সবুজ। ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড.খোকন হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর মো: আবুল বাশার খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল লতিফ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ডিন প্রফেসর ড. মহসীন হোসেন খান,ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার, ল এ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, নিউট্টিশন এ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড.মো: শহিদুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড.মো: নিজামউদ্দিন, প্রক্টর আবুল বাশার খান, অভিভাবকদের মধ্যে মোসা: নাসরিন নাহার, খন্দকার তারেক আমানুল্লাহ, সিনিয়র শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাতুল,জান্নাতীন নাইম জীবন, সোহেলরানা জনি, সোলায়মান বান্না, নবাগতদের মধ্যে জান্নাতুল ইসলাম সানজিদা,মো: সালাউদ্দিন,ইতি আক্তার,ইসরাতজাহান,সাদবিন আশিক প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর মো: আবদুল লতিফ বলেন,এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মনোরম পরিবেশ বিদ্যমান।ভবিষ্যতে প্রতি সেমিস্টারের পর রেজাল্ট অভিভাবকদের কাছে পাঠানোর ব্যবস্হা করা হবে।রেগিংয়ে জড়িত থাকার অপরাধে গত বছর ২০ জন শিক্ষার্থীকে শাস্তি দেয়া হয়েছে। বর্তমানে রেগিং জিরোতে নিয়ে আসা হয়েছে। প্রো-ভিসি প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জন ও বিতরণের স্হান।দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করতে হয়। তিনি শিক্ষা র্থীদের কঠোর অধ্যবসায়ী হয়ে পাঠদানে মনযোগী হবার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,আজকেরএ নবীন বরণ অনুষ্ঠান আমাদের জন্য আনন্দের ও স্মরণীয় দিন। এ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দেশ বিদেশে সুনাম ও দক্ষতার সাথে কাজ করে যাচছে। তোমরা মেধার স্বাক্ষর রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ। তোমাদের পথচলা গাইড নিয়েই আগাতে হবে। প্রতিযোগিতা এখন বিশ্বজনীন, এজন্য তোমাদের ও বিশ্বমানের হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।তিনি শিক্ষার্থীদের মাদক ও সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার আহবান জানান।